Wellcome to National Portal
Main Comtent Skiped

About Us


গজারিয়া নদী বেষ্টিত দ্বীপের মত এক ভূখন্ড। মেঘনা নদীর অসংখ্য শাখা প্রশাখা পরিবেষ্টিত এবং পলি বিধৌত এই উপজেলা। এই উপজেলার ভূমি সমতল কিন্তু নীচু প্রকৃতির। গজারিয়া উপজেলার উত্তরে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ, দক্ষিনে চাঁদপুর জেলার মতলব, পূর্বে কুমিল্লা জেলার দাউদকান্দি এবং পশ্চিমে মুন্সিগঞ্জের সদর উপজেলা। গজারিয়ার মোট আয়তন ১৩০.৭৯ বর্গ কিলোমিটার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গজারিয়ার উপর দিয়ে চলে গেছে। দেশের বৃহৎ দুই সড়ক সেতু মেঘনা ও মেঘনা-গোমতী এই উপজেলায় অবস্থিত। 


বর্ষা মৌসুমে বসত বাড়ী ব্যতিত  প্রায় সমগ্র এলাকা নিমজ্জিত থাকে। উপজেলার মাটি প্রধানত পলি ও বেলে দোঁ-আশ প্রকৃতির। রবি মৌসুমে প্রধানতঃ আলু, সরিষা, বোরো, চিনাবাদাম, শাকসবজি এবং খরিপ-১ মৌসুমে বোনা আমন পাট, তিল, ভূট্টা, গ্রীষ্মকালীন শাকসবজি ও ধৈঞ্চার আবাদ হয়, খরিপ-২ মৌসুমে এলাকা পানিতে নিমজ্জিত থাকায় বোনা আমন ও  ধৈঞ্চা ছাড়া কোন ফসল আবাদ হয় না বিধায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গজারিয়া, মুন্সীগঞ্জ বসত বাড়ীতে শাক সবজি আবাদ ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার ও খরিপ-২ মৌসুমের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছেন।



এই উপজেলায় ৮ টি ইউনিয়ন ও ২৪ টি কৃষি ব্লক রয়েছে। কৃষির সার্বিক উন্নয়নের স্বার্থে কৃষকদের মাঝে উন্নততর প্রযুক্তি হস্তান্তরে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে তৎপর রয়েছে।

য়েছে। কৃষির সার্বিক উন্নয়নের স্বার্থে কৃষকদের মাঝে উন্নততর প্রযুক্তি হস্তান্তরে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে তৎপর রয়েছে।